AADHAAR CARD-এ বায়োমেট্রিক আপডেটে এবার বিনামূল্যে সুবিধা – কারা পাবেন এই সুযোগ?

Aadhar Card Update: আধার নিয়ন্ত্রক সংস্থা UIDAI সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে—বায়োমেট্রিক আপডেটের জন্য নির্ধারিত ফি কিছু ক্ষেত্রেই মকুব করা হয়েছে। তবে, এই সুবিধা সবার জন্য নয়। তাহলে কারা এই বিনামূল্যে বায়োমেট্রিক আপডেটের সুযোগ পাবেন?

- Author

Aadhaar Card Update: আধার কার্ড এখন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাংক, স্কুল, স্কলারশিপ, সরকারি সুযোগ-সুবিধা—সব ক্ষেত্রেই এটি আবশ্যক হয়ে উঠেছে। এবার আধারের নিয়ামক সংস্থা UIDAI এক বড় পরিবর্তন ঘোষণা করেছে। ১ অক্টোবর ২০২৫ তারিখ থেকে ৭ থেকে ১৫ বছর বয়সী শিশুদের আধার কার্ডে Biometric Update করার জন্য আর কোনও চার্জ দিতে হবে না। আগের মতো ১২৫ টাকা করে দিতে হবে না এই বয়সের গ্রুপের নাগরিকদের। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে প্রায় ৬ কোটি শিশু উপকৃত হবে বলে জানা গেছে।

কারা এই সুবিধা পাবেন?

UIDAI-এর নতুন নিয়ম অনুযায়ী, ৭ থেকে ১৫ বছর বয়সীদের জন্য এখন থেকে আধার কার্ডে “Mandatory Biometric Update (MBU)” সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। অর্থাৎ, এই বয়সের মধ্যে যাদের বায়োমেট্রিক আপডেট করার সময় হয়েছে, তারা কোনও Extra Charge ছাড়াই নির্দিষ্ট আধার সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান করাতে পারবেন।

এর উদ্দেশ্য স্পষ্ট—শিক্ষা, স্কলারশিপ, ব্যাংকিং ও সরকারি স্কিমের ক্ষেত্রে নাবালক-নাবালিকাদের আধার তথ্য সঠিক ও হালনাগাদ রাখাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই নিয়ম এক বছরের জন্য প্রযোজ্য থাকবে, পরে প্রয়োজনে তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

MBU বা Mandatory Biometric Update কী?

MBU হলো এমন একটি প্রক্রিয়া যেখানে UIDAI নাগরিকদের বায়োমেট্রিক তথ্য—যেমন আঙুলের ছাপ (Fingerprint) এবং চোখের আইরিশ স্ক্যান—আপডেট করে। কারণ শিশুদের শরীর ও অঙ্গপ্রত্যঙ্গ বয়সের সঙ্গে বদলে যায়, তাই তাদের বায়োমেট্রিক তথ্যও সময়ে সময়ে আপডেট করতে হয়।

নিচে টেবিল আকারে দেখা যাক কোন বয়সে বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক এবং আগে কত টাকা দিতে হত —

বয়সের গ্রুপ আপডেটের ধরন আগের চার্জ নতুন নিয়ম
০ – ৫ বছর বাল আধার (Bal Aadhaar) কোনও বায়োমেট্রিক নয় ফ্রি
৫ – ৭ বছর প্রথম MBU (Mandatory Biometric Update) ₹১২৫ ফ্রি
১৫ – ১৭ বছর দ্বিতীয় MBU ₹১২৫ ফ্রি
১৮ বছর ও তার বেশি সেলফ আপডেট ₹১২৫ চার্জ প্রযোজ্য

শিশুদের আধার আপডেট প্রক্রিয়া: কীভাবে করবেন?

আপনার সন্তানের বয়স যদি ৭ থেকে ১৫ বছরের মধ্যে হয় এবং বায়োমেট্রিক আপডেটের সময় এসে যায়, তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করুনঃ
১. নিকটবর্তী Aadhaar Seva Kendra-তে যান।
২. শিশুর Bal Aadhaar সঙ্গে নিন।
৩. জন্ম সনদ ও অভিভাবকের পরিচয়পত্র (PAN, ভোটার কার্ড বা আধার) নিয়ে যান।
৪. কর্মীরা ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান করে আপডেট সম্পূর্ণ করবেন।
৫. আপডেট সফল হলে UIDAI-এর তরফে আপনার মোবাইলে কনফার্মেশন SMS আসবে।

পুরো প্রক্রিয়াটি সাধারণত ৫ থেকে ১০ দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। পরে Aadhaar Download Portal থেকে নতুন e-Aadhaar PDF আকারে ডাউনলোড করতে পারবেন।

বাল আধার থেকে পূর্ণ আধারে রূপান্তর

০ থেকে ৫ বছর বয়সে শিশুদের যা আধার কার্ড দেওয়া হয়, তাকে বলা হয় “Bal Aadhaar”। এতে কোনও বায়োমেট্রিক তথ্য থাকে না, শুধু শিশুর ছবি ও জন্মতারিখ যোগ করা হয়।

৫ বছর পূর্ণ হওয়ার পরই শিশুর প্রথম বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করতে হয়। এরপর ১৫ বছর বয়সে দ্বিতীয়বার আপডেটের প্রয়োজন হয়। ১৫ বছর পেরোলেই শিশুর আধার "Adult Aadhaar"-এ পরিণত হয়, যা ভবিষ্যতে সব প্রয়োজনে ব্যবহার করা যায়।

কেন গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত?

ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় ৬ কোটি ভারতীয় শিশু উপকৃত হবে। এতদিন পর্যন্ত অনেক দরিদ্র পরিবারের জন্য ১২৫ টাকা ফি দেওয়া কঠিন হয়ে পড়ত। এখন সম্পূর্ণ ফ্রি পরিষেবা পাওয়ায় শিক্ষা, স্কলারশিপ ও অন্যান্য সরকারি স্কিমের সুবিধা আরও সহজে নিতে পারবে তারা।

এছাড়া UIDAI চায় যাতে দেশের প্রতিটি নাগরিকের আধার তথ্য হালনাগাদ থাকে। নতুন এই পদক্ষেপ সেই লক্ষ্য পূরণে বড় ভূমিকা রাখবে।

আগের নিয়মের তুলনায় নতুন নিয়মের পরিবর্তন

বিষয় আগের নিয়ম নতুন নিয়ম (১ অক্টোবর ২০২৫ থেকে)
বয়স ৫-৭ বছর ও ১৫-১৭ বছর ৭-১৫ বছর
চার্জ প্রতি আপডেট ₹১২৫ সম্পূর্ণ ফ্রি
কার্যকারিতা সাধারণভাবে চলত সীমিত সময়ের জন্য (১ বছর)
সুবিধাভোগী সকল নাগরিক প্রায় ৬ কোটি শিশু

UIDAI-এর এই নতুন পদক্ষেপ নিঃসন্দেহে কোটি কোটি পরিবারের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। আধার কার্ড এখন শুধু পরিচয়ের প্রমাণ নয়, বরং প্রতিদিনের জীবনের অপরিহার্য একটি অংশ। তাই শিশুদের বায়োমেট্রিক তথ্য সময়মতো আপডেট করা অত্যন্ত জরুরি। এই উদ্যোগের ফলে অভিভাবকরা অর্থনৈতিকভাবে স্বস্তি পাবেন এবং দেশের শিশুদের আধার তথ্য আরও সঠিক ও আপডেট থাকবে।

Related Articles

WB Primary TET Recruitment: পশ্চিমবঙ্গে ১৩,৪২১টি প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শুরু হচ্ছে, জানুন বিস্তারিত

Awas Yojana: নতুন সুবিধাভোগীদের তালিকা প্রকাশ, কারা পাবেন ঘর তৈরির অনুদান ও কবে মিলবে টাকা? দেখুন